ঝিনাইদহ কালীগঞ্জে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ ব্যবস্থাপনার উপর মৎস্য চাষীদের তিন দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে কালীগঞ্জ উপজেলা থেকে ৪০জন মৎস্য চাষী অংশগ্রহন করে। কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে তিন দিন ব্যাপি প্রশিক্ষণের বাস্তবায়ন করেন উপজেলা মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ক কমিটি। এ প্রশিক্ষণের সহায়তা করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)। গত বুধ, বৃহস্পতি ও রবিবার তিন দিন ব্যাপি এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রনমান রেজার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টীফিকেট ও ভাতা প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুল জান্নাত, উপজেলা ডেভেলপমেন্ট কর্মকর্ত আলমগীর হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, ক্ষেত্র সহকারী স্বপন কুমার বিশ^াস ও ক্ষেত্র সহকারী লিপিকা বিশ^াস প্রমূখ।