কুড়িগ্রামের চিলমারীতে টানা ৫দিনের শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। গত ৫ দিন ধরে সূর্যের দেখা মেলেনি এর মধ্যে গত শুক্রবার জুম্মার নামাজের আগে এক ঝলক দেখা মিললেও ক্ষনিকের মধ্যে তা আবার কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। উত্তরের হিমেল হাওয়া ও কনকনে শীতে বৃদ্ধ, শিশু, হাঁস, মুরগী, গরু, ছাগল কাহিল হয়ে পড়েছে। বিশেষ করে কম আয়, চরাঞ্চল ও পাউবো বাঁধে আশ্রিত মানুষেরা শীত বস্ত্রের অভাবে র্দূভোগে পড়েছে। খড়খুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। শৈত্য প্রবাহ দীর্ঘ মেয়াদি হওয়ায় শীত জনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শৈত্য প্রবাহের ফলে উপজেলার হাটবাজার, অফিস আদালতে লোক সমাগম ছিল অতি নগন্য। দিনের বেলায় গাড়িতে হেড লাইট জ্বালিয়ে চলা চল করতে দেখা গেছে। রাজারভিটা পাউবো বাঁধে আশ্রিত দিন মজুর নুরুল হক (৭০) জানান শীত বস্ত্র না থাকায় স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে অতি কষ্টে শীতে জীবন যাপন করছি। বর্তমানে অতিরিক্ত শীত হওয়ায় কাজে যেতে না পেরে অধ্যাহারে দিনাতিপাত করছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডা জনিত এ পর্যন্ত ডায়রিয়ায় ২০ জন ও শ্বাষ কষ্ট, শর্দি কাশি ৩০ জন হয়ে ভর্তি রয়েছে।