পাবনা-সুজানগর-চিনাখড়া সড়কের মানিকদীর এলাকায় গতকাল সোমবার পেঁয়াজ ভর্তি একটি নছিমন গাড়ী উল্টে খাদে পড়ে ইউনুছ আলী ইনু শেখ (৫২) নামে এক কৃষক নিহত ও তিনজন আহত হয়েছে। নিহত ইনু শেখের বাড়ি পাবনা সদর উপজেলার ভাদুরাডাঙ্গী গ্রামে। আহতরা হলেন একই গ্রামের মোক্তার হোসেন সরদার (৪০), মধু সরদার (৩৫) ও আব্দুল মাজেদ (৪২)। আহতদেরকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিদীর গ্রামের প্রত্যক্ষদর্শী দেবেন্দ্রনাথ জানান, পেঁয়াজ ভর্তি নছিমন গাড়ীটি ভাদুরাডাঙ্গী থেকে সুজানগর-চিনাখড়া সড়ক হয়ে চিনাখড়া বাজারে যাচ্ছিল। ভোর ৫টার দিকে গাড়িটি মানিকদীর কালিমন্দিরের নিকট পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি খাদের পানিতে পড়ে যায়। এ সময় গাড়ীর চাপা পড়ে ওই হতাহতোর ঘটনা ঘটে। এ ব্যাপারে সুজানগর থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি কেউ থানা পুলিশকে অবহিত করেন নাই।