বগুড়ার শেরপুর উপজেলার পল্লীতে আব্দুল মান্নান (৫৫) নামে এক ভ্যান চালক খুন হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার কেল্লা গ্রামের একটি ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় শেরপুর থানা পুলিশ ।
নিহত আব্দুল মান্নান কুসুম্বি ইউনিয়নের কেল্লা পশ্চিমপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রবিবার সকালে প্রতিদিনের মত ভ্যান গাড়ি নিয়ে বাড়ী থেকে বের হয় মান্নান। রাতে সে বাড়ি না ফিরলে সম্ভাব্য সকল স্থানে তার খোজ করে তার স্বজনরা ।
এক পর্যায়ে গতকাল সোমবার বেলা ১১টায় কেল্লা গ্রামের একটি আলুক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী । পরে থানায় খবর দেয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঠে সুরতহাল শেষে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
সুরতহাল তৈরীকারী শেরপুর থানার এসআই আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের একটি চোখ উপড়িয়ে ফেলে হয়েছিল এবং তার গলাতেও আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে খুন করে আলুক্ষেতে ফেলে রেখে গেছে।