বড়দিন উপলক্ষ্যে শ্রীমঙ্গলের ৬৪ টি গীর্জায় ৩ লাখ ৫০ হাজার টাকা অনুদান বিতরন করা হয়েছে।
আজ সকাল ১১ টায় শ্রীমঙ্গল শহরের মিশন রোডে অবস্হিত ক্যাথলিক মিশনে আয়োজিত অনু্ষ্ঠানে এসব অনুদান বিতরন করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানিয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে গীর্জাসমুহের প্রধানদের হাতে অনুদান তুলে দেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী( খাসিয়াদের প্রধান) জিডিসন প্রধান সুচিয়াং (করডর), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকরাম খান, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ প্রমুখ।
প্রসঙ্গত: দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত অনুদান শ্রীমঙ্গল উপজেলা দুর্যোগ ও ত্রাণ বিভাগের তত্ত্বাবধানে শ্রীমঙ্গলের ৬৪ টি গীর্জায় বিতরন করা হয়।