ঘাগুটিয়া হানাদারমুক্ত তথা কুমিল্লার হোমনা বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিজয় র্যালি, স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বড় ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয় মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে ও ২৩ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান খন্দকারের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মো. ইসমাইল, মুক্তিযোদ্ধা এরশাদ হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল মাস্টার ও মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর খন্দকার, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম শরীফ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ গাজী ইলিয়াস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি প্রমুখ।