সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য মতে, গত পাঁচ বছরে দেশের পুঁজিবাজার থেকে হারিয়ে গেছে ৬ লাখ ৫০ হাজার বিনিয়োগকারী। বছরের পর বছর ধরে মন্দায় পুঁজিবাজারে বিনিয়োগকারীরা একেবারে সর্বস্বান্ত হয়ে গেছেন। পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীর কেউ বউয়ের গহনা বিক্রি করে, কেউ সারাজীবনের চাকরির পেনশনের টাকা নিয়ে, কেউ বাড়ি বিক্রি করে, আবার কেউ ভাই-বোন থেকে ধার-কর্য করেও এসেছেন পুঁজিবাজারে ব্যবসা করতে। বর্তমানে এসব বিনিয়োগকারীরা, বিশেষতঃ ক্ষুদ্র বিনিয়োগকারীরা একেবারেই নিঃস্ব হয়ে পথে বসেছেন। ফলস্বরূপ, ক্রমেই পুঁজিবাজার থেকে হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এটা দেশের অর্থনীতির জন্য বড় রকমের অনশিসংকেত বলে আমরা মনে করি। শুধু তাই নয়, এখন পুঁজিবাজার থেকে প্রতিদিনই গায়েব হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার মূলধন। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমে গেছে প্রায় ৮৪ হাজার কোটি টাকা।
আমরা মনে করি, বিনিয়োগকারীদের পুঁজিবাজার ছাড়ার প্রধান কারণ আস্থাহীনতা। ১৯৯৬ সালে এবং ২০১০ সালে যারা পুঁজিবাজার লুটপাট করেছিল এবং এখনও যারা লুটে খাচ্ছে পুঁজিবাজার তাদের বিচার আজও হয়নি। উল্টো পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়া বিনিয়োগকারীরা রাজপথে নামলে তাদের ওপরই লাঠিপেটা করা হয়েছে। এখনতো সভা-সমাবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুঁজিবাজারের চলমান সঙ্কট দূর করার জন্য সবার আগে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা জরুরি। কারণ এই নিয়ন্ত্রক সংস্থার প্রতি মানুষের বিশ^াসযোগ্যতা কমে যাওয়ার কারণেই বাজারে বিপর্যয় ঘটছে। তাই বিএসইসিকে ভেঙে নতুন করে ঢেলে সাজালে চাঙ্গা হতে পারে দেশের পুঁজিবাজার।
আমরা দেখছি, ২০১০ সালের মহাধসের পর থেকে কোনো পদক্ষেপেই বাজার স্বাভাবিক অবস্থায় আসেনি; বরং দিন দিন তলানিতে নেমে গেছে সূচক ও লেনদেন। ধারাবাহিক পতনের ফলে বাজার দীর্ঘদিন ধরে লাইফ সাপোর্টে রয়েছে। মাঝেমধ্যে সূচক বাড়ে, সেটা লাইফ সাপোর্টে থাকা ব্যক্তির মতো চোখ মেলে তাকানো। একটি চক্র কৌশলে বাজার নিয়ন্ত্রণ করছে। তাদের ইচ্ছামতো বাজার ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী হয়। প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণকারী সংস্থার নিয়ন্ত্রণে আছে বলে মনে হয়না দেশের পুঁজিবাজার।
অন্যদিকে শেয়ারবাজারের দুরবস্থা আরও বাড়িয়ে দিয়েছে ব্যাংক ও তালিকাভুক্ত লিজিং কোম্পানিগুলো। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা হাতিয়ে নিয়েছে। কিন্তু বাস্তবে ব্যাংকের অর্থিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি; বরং কিছু কিছু ব্যাংকের অবস্থা আরও খারাপ হয়েছে। তাছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (লিজিং কোম্পানি) মধ্যে ৩৪ শতাংশের দাম গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
পুঁজিবাজারে চলছে আস্থা ও তারল্য সঙ্কট। আমরা মনে করি, আস্থার সঙ্কট তৈরি হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বাধীন দায়ীত্বশীলদের কারণেই। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অনেক কোম্পানিকে অনুমোদন দেওয়ায় অর্থ পাচার হয়েছে। তাই বর্তমান কমিশনের পুনর্গঠন ছাড়া গতিশীল হবে না পুঁজিবাজার।