নদী-খাল উদ্ধারে অবৈধ দখলদারদের কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। তিনি বলেছেন, সারাদেশে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সকল জেলাতে নদী ও খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রংপুরেও নদী-খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান চলবে।
সোমবার দুপুরে রংপুরের পার্কের মোড় এলাকায় নদী-খাল উদ্ধারে উচ্ছেদ অভিযানকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, নদী ও খাল আমাদের জীবনের সাথে জড়িত। এসব দখল হওয়াতে প্রকৃতি পরিবেশ সবই এখন হুমকির মুখে। আমাদের কৃষি অর্থনীতিকে বাঁচাতে নদী-খাল দখলদারকে উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযানে দখলদারকে কোন ছাড় দেয়া হবে না।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় নদী ও খাল দখলে রাখা ১৬ জনকে চিন্থিত করে তা উদ্ধারে চিঠি দেয়া হয়েছে। পর্যায়ক্রমে রংপুরের শ্যামা সুন্দরী খাল, ঘাঘট ও তিস্তা নদী দখলদার কবলে থাকা সকল নদী-খাল উদ্ধার করা হবে বলে জানান জেলা প্রশাসক আসিব আহসান।
বেলা সাড়ে বারোটার দিকে উচ্ছেদ অভিযান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। এসময় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ মোহাম্মদ ফয়জুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ছন্দা পালসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে নদীর কোলঘেঁষা অবৈধভাবে নির্মাণ করা বাড়ি, ঘর, ছাত্রবাস উচ্ছেদ করা হয়।
এদিকে রংপুর সদর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, নগরীর পার্কের মোড় এলাকায় খোকসা ঘাঘট নদীর আশেপাশে অবৈধ স্থাপনা নির্মাণসহ নদী-খাল দখলে রাখা ১৬ জনকে চিন্থিত করে নোটিশ দেয়া হয়েছে।