গত এক সপ্তাহ ধরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া ও মৃদু শৈত্য প্রবাহ। এমন পরিস্থিতিতে মানুষের পাশাপশি গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়ছেন খামারি সহ প্রান্তিক কৃষকরা। তবে উপজেলা প্রাণী সম্পদ বলছেন, এমন প্রতিকুল আবহাওয়ায় গবাদি পশুর বদ হজম ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে।
এদিকে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ঠান্ডার প্রকোপ কমেনি। গত দুদিন ধরে অল্প সময়ের জন্য একটু সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়া ও কনকনে শীতে ঠান্ডার প্রকোপ অব্যাহত রয়েছে।
তবে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত রবিবার তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার সকাল ৯ টা পর্যন্ত কুড়িগ্রামে সর্বনি¤œ তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী দু এক দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলেও জানান এ কর্মকর্তা।
এ উপজেলায় সরকারী হিসাব মতে, গরুর ১০৩ , ছাগলের ২১, ভেড়ার ৯টি খামার। এছাড়াও গরু ১ লাখ ২৯ হাজার ৭৫১, ছাগল ৭৩ হাজার ৬৯৪, ভেড়া ২০ হাজার ৪০৮, মহিষ ৮৯ ও ১০৪টি ঘোড়া রয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এমন পরিস্থিতি থেকে রক্ষায় গবাদি পশুগুলোকে পুরনো কাথা কম্বল, ছালার চট, পুরনো জামা এবং যার যা আছে তাই দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তবে সব থেকে বেশি সমস্যায় রয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্র নদ বেষ্টিত চরাঞ্চলের গবাদি পশুগুলো।
চর গুজিমারীর কৃষক মোফাজ্জল হোসেন জানান, প্রচন্ড শীত সেই সাথে ঠান্ডা বাতাসে গরু ছাগল নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে শীতের হাত থেকে বাঁচতে গরুর গায়ে চট দিয়েছি।
নাওড়া গ্রামের কৃষক বিমল চন্দ্র জানান, এই শীতে মানুষের যেমন কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয়েছে গরু বাচুরের। আমরা তো ঠান্ডা লাগলে বলতে পারি কিন্তু ওরা তো বলতে পারে না। তাই ছালার চট তাদের গায়ে দিয়েছি।
শহীদ এন্ড ব্রাদার্স ডেইরী ফার্ম লিমিটেডের স্বত্বাধিকারী মজিবুল আহসান রাজু বলেন, প্রচন্ড শীতে গরুর বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে ঠিকমত খায় না। খামারে গরু নিয়ে চরম আশংকায় রয়েছি।
এ বিষয়ে উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা রুহুল আমিন বলেন, ঠান্ডায় গবাদি পশুর ক্ষুদা মন্দা ও নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন এলাকা পরিদর্শন করে গবাদি পশুগুলোকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে গরম কাপড় ও দানাদার খাবার খাওয়ানোর পরামর্শ দেয়া হচ্ছে।