দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ কষ্ট পাচ্ছেন। শীতজনিত রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাপমাত্রা হ্রাস পাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা এবং কনকনে হিমশীতল বাতাসের প্রবাহ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতঋতু এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত্যপ্রবাহের রুক্ষতা থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও অনেকেরই থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট শুধু বেড়েই যায়। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। এ মুহূর্তে সচ্ছল ও অবস্থাপন্ন মানুষের কর্তব্য শীতার্ত, বিপন্ন, অসহায় ও অনাশ্রয় মানুষের পাশে দাঁড়ানো। রেলস্টেশনে, রেললাইনের পাশে বস্তিতে, বাসস্ট্যান্ডে, গাছতলায়, ফুটপাতে, শাড়ি, লুঙ্গি অথবা গামছা দিয়ে শরীর মুড়িয়ে শুয়ে থাকতে দেখা যায় ছিন্নমূল মানুষ ও পথশিশুদের। একটি উষ্ণ কাপড়ের অভাবে শীতের কষ্ট ভোগ করে রাত্রিযাপন করে থাকে তারা। অথচ আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা হয়তো গেল বছরের শীত মৌসুমের পোশাক থাকা সত্ত্বেও আরেকটা কেনার কথা ভাবছেন। সেক্ষেত্রে পুরনো শীতবস্ত্রটি অসহায়, দরিদ্র আর ছিন্নমূল শীতার্ত মানুষদের দিয়ে দিলে, তারা হাড় কাঁপানো শীত থেকে বাঁচাতে পারবেন। শীতার্তসহ বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অনুপম আদর্শ ছাড়াও ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। মহান আল্লাহ্ তায়ালা বলেছেন, ‘তারা আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে দরিদ্র, এতিম ও বন্দিদের খাদ্য দান করে’ (সূরা আদ-দাহার: ৮)।
যে কোনো দুর্যোগ, দৈবপাকে শিশু ও বয়োবৃদ্ধরাই বিপাকে পড়ে বেশি। তাদের পক্ষে একদিকে শীতবস্ত্র ও লেপ-কম্বল কিনে শীত নিবারণ করা যেমন দুরূহ, তেমনি পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধের ক্ষমতাও তাদের কম। ফলে শীতজনিত বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয় সহজেই। তাই শীতের শুরুতেই দরিদ্রদের মাঝে শীতবস্ত্র, খাদ্য ও ওষুধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা প্রয়োজন। দেশের রাজনৈতিক অঙ্গনে নানা উত্তপ্ত বাক্যবিনিময় হলেও দুঃখজনক হল, শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ এখন পর্যন্ত লক্ষ করা যাচ্ছে কমই। এছাড়াও এ হাড় কাঁপানো শীতে স্বাভাবিক কার্যক্রমের বিঘœ ঘটায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন গরিব শ্রমজীবী মানুষ। এমতাবস্থায় সরকারিভাবে এসব নিম্নআয়ের মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের কোনো উদ্যোগ এখন পর্যন্ত যথেষ্টরকম দেখা যায়নি।
আমরা মনে করি, শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, সমাজের বিত্তশালীদেরও এক্ষেত্রে এগিয়ে আসা জরুরি। বিশেষ করে আমাদের নজর দিতে হবে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের প্রতি। মানুষ সৃষ্টির সেরা জীব। সমাজে সে মানুষেরই একটা অংশ গরিব-দুস্থ। তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদেরও ন্যায্যপ্রাপ্য। তাই গরিব-অসহায়, দুস্থের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। আসুন আমরা মানবিক মূল্যবোধ থেকে সবাই মিলে অসহায় ছিন্নমূল মানুষের পাশে সামর্থের ভিত্তিতে সহযোগিতার হাত প্রসারিত করি।