উপমহাদেশের প্রাচীনতম, ঐতিহ্যবাহী ও অন্যতম রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে নির্বাচিত সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। অব্যাহতি চেয়েও পাননি ৩৮ বছর ধরে দলের সভাপতির দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরং হাজার হাজার কাউন্সিলরের অনড় দাবি ও পূর্ণ সমর্থনে সর্বসম্মতিক্রমে নবমবারের মতো সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। অন্যদিকে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কাউন্সিলে দলের সভাপতিম-লী, যুগ্ম সাধারণ সম্পাদকের সব কয়টি পদে নেতা নির্বাচন করা হয়েছে। আটটি সাংগঠনিক সম্পাদক পদের মধ্যে পাঁচটিতে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া আরও সম্পাদক পদে নতুন কমিটিতে নিয়োগ দেয়া হয়েছে। আমরা তাদেরকেও অভিনন্দন জানাই।
শেখ হাসিনা এক অনন্য রাজনীতিক। অপ্রতিদ্বন্দ্বি এবং অপ্রতিরোধ্য নেতা। দেশের রাজনীতি তো বটেই; বিশ্বের রাজনীতিতেও তার মতো রেকর্ডের নজির খুঁজে পাওয়া দুস্কর। বিশ্বের কোনো দেশে কোনো নেত্রী চার বার প্রধানমন্ত্রী এবং ৯ বার দলের সভাপতি নির্বাচিত হয়েছেন এমন নজির নেই। এটা রেকর্ড। আকাশ ছোঁয়া জনপ্রিয় নেতা শেখ হাসিনা দেশ বিদেশে সমান জনপ্রিয়। উন্নয়নের মহাসড়কে তুলে তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিম-লে সন্মানিত করা ছাড়াও মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের আশ্রয় দিয়ে ‘মাদার অব হিউম্যানিটি’ সন্মানে ভুষিত হয়েছেন। জাতিসংঘ, কমনওয়েলথের সদস্য অনেক দেশে তার নাম ‘উদাহরণ’ হিসেবে আলোচিত হয়ে থাকে। প্রখর দূরদৃষ্টি এবং সুচিন্তিত সিদ্ধান্তই তাকে এই অবস্থায় নিয়ে এসেছে। অথচ রাজনীতিতে আসা এবং দীর্ঘ চলার পথ মোটেই কুসুমাস্তীর্ণ ছিল না শেখ হাসিনার। ৭৫’এ সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দীর্ঘ ৬ বছর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বিদেশেই ছিলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে হত্যার পর খাদের কিনারে যাওয়া আওয়ামী লীগের নেতৃত্বে ’৮১ সালে এসে দলকে পূণর্জ্জীবিত করেন তিনি। এই ৩৮ বছরে তিনি আওয়ামী লীগকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত করার পাশাপাশি জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে দেশের উন্নয়নে অভাবনীয় সাফল্য অর্জন করেন।
এদেশের গণতান্ত্রিক আন্দোলনে দলটির রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। রয়েছে প্রান্তিক মানুষের সঙ্গে দলটির সু-সম্পর্ক। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ গঠিত হওয়ার পর ৭০তম বর্ষ অতিক্রম করছে। যে দলটির রয়েছে ’৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর নির্বাচন, ’৫৬-এর স্বায়ত্তশাসন, ’৬২-এর শিক্ষা কমিশন আন্দোলন, ’৬৪-এর সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন, ’৬৬-র ৬ দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, ’৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ভূখ- জন্মের ঐতিহাসিক কৃতিত্ব।
বাংলাদেশ আওয়ামী লীগ দলটির ২১তম কাউন্সিল সম্মেলনের সফল পরিসমাপ্তিতে দলটির প্রতি রইল নিরন্তর ও নিরবচ্ছিন্ন সাফল্য কামনা। নতুন কমিটিকে আবারও শুভেচ্ছা, অভিনন্দনের সঙ্গে রইল শুভ কামনাও।