মহান বিজয়ের উল্লাসে, ক্রীড়াঙ্গণ হোক মাদকমুক্ত এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার বিকেলে বাকেরগঞ্জ ক্রীড়া একাডেমি আয়োজিত আন্তঃউপজেলা মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। বাকেরগঞ্জে এস মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে ও ক্রীড়াবিদ মশিউর রহমান মুসার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, ক্রীড়া একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সালাম বাবুল, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সেলিম, কাউন্সিলর সুজন দেবনাথ, যুবলীগ নেতা জামাল শিকদার, জগদীশ চন্দ্র মিত্র প্রমুখ।