শ্রীনগরে অবসরপ্রাপ্ত ব্যাংকার মোহাম্মদ উল্লাহ নায়েব আর নেই (ইন্নালিল্লাহি .......রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তিনি ২১ ডিসেম্বর রাত ৮ টার দিকে ঢাকার বাড্ডায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। রবিবার বাদ জোহর সমষপুর জামে মসজিদে জানাজা শেষে সমষপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি অগ্রনী ব্যাংকের বিভিন্ন শাখায় ম্যানেজার হিসাবে চাকরী করেছেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে লিজা,নিশু,শান্তা ও নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় মেয়ের জামাতা এম মাহবুব উল্লাহ কিসমত মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।