বিরোধীয় জমি নিয়ে বরিশাল জেলা বিজ্ঞ সহকারী জজ আদালতে ভাগবন্টন ও অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মামলা করে মামলার বাদীই আদালতের নির্দেশ অমান্য করে বিরোধীয় জমির উপর থাকা বিভিন্ন প্রজাতির দেড় শতাধিক গাছ নামমাত্র মূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগি আনিসুর রহমান মোল্লা বাদী হয়ে রবিবার দুপুরে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগী আনিসুর রহমানের সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ সাকোকাঠী মৌজার চার একর জমি নিয়ে তার আপন চাচা আব্দুল হক মোল্লার সাথে বিরোধ চলে আসছে। এনিয়ে তার চাচা আব্দুল হক মোল্লা বরিশাল বিজ্ঞ সহকারী জজ আদালতে ভাগবন্টন ও অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মামলা দায়ের করেন। আদালত চলতি বছরের ১৪ অক্টোবর বিরোধীয় জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। যে আদেশ এখনো বলবৎ আছে।
আনিসুর রহমান অভিযোগ করে আরও জানান, এক সময়ের ফ্রিডম পার্টির প্রভাবশালী নেতা আব্দুল হক মোল্লা আইন আদালত কিছুই মানেননা। তাই আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও প্রভাব খাটিয়ে বিরোধীয় জমির উপর থাকা দেড় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ অংশিদারদের না জানিয়ে আগরপুর এলাকার হাবিবুর রহমান নামের এক গাছ ব্যবসায়ীর কাছে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি করে দেয়। রবিবার সকালে গাছ বিক্রেতা হাবিবুর রহমান বিরোধীয় জমির গাছ কাটতে গেলে তিনি (আনিসুর রহমান) গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন।