প্রচন্ড হিমেল বাতাস ও শীতের রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থ, অসহায়, বৃদ্ধ, এতিম ও প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ করেছে ঠাকুরগাঁও জেলার হরিপুরের ইউএনও আব্দুল করিম।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নরে মরাধার কলোনী, আমগাঁও ইউনিয়নের জামুন কুমারপাড়া আবাসন এলাকাসহ বিভিন্ন স্থানে যেসব ছিন্নমূল মানুষেরা শীতে কাঁপছিলো তাদের মাঝে হাজির হয়ে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।
শীতের রাতে ইউএনও’র নিকট থেকে কম্বল পেয়ে আবেগাপ¬ুত হয়ে পড়েন ছিন্নমূল মানুষগুলো। তারা ইউএনও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত দুই দিন যাবৎ রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি এ কার্যক্রম চালান। দুস্থ, অসহায়, বৃদ্ধ, এতিম, প্রতিবন্ধি ও ছিন্নমূল মানুষদের শীতার্ত শরীরে রাতে কম্বল জড়িয়ে দিয়ে চমক সৃষ্টি করেছেন ইউএনও আব্দুল করিম।
এ বিষয়ে রবিবার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি অনুদানের কম্বল গুলো প্রকৃত শীতার্তদের মাঝে বিতরণের জন্যই রাতে হতদরিদ্রদের আবাসস্থলসহ বিভিন্ন স্থানে গিয়েছিলাম। তিনি আরও বলেন, অসহায় ও ছিন্নমূল মানুষগুলো সাথে আনন্দ ভাগাভাগি করার মূহুর্তগুলো অন্যরকম।
গত তিনদিন ধরে প্রচন্ড হিমেল বাতাস ও শীতের তীব্রতায় কাপঁছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের হত-দরিদ্র,অসহায় ও ছিন্নমূল মানুষ। তাদের প্রয়োজনের তুলনায় মিলছে না শীতবস্ত্র। তাই সরকারের পাশাপাশি সকলকে শীতবস্ত্র বিতরণের জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছে এলাকাবাসী।