মোল্লাহাটে সরকারী রাস্তা অবৈধ দখলের ঘটনায় ভূমি দস্যুদের বিরুদ্ধে জেলা প্রশাসক বারাবরে ভুক্তভোগী জনসাধারনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি জনসাধারনের ব্যবহার্য্য সরকারী রাস্তা অবৈধ দখলের বিরুদ্ধে গত ০৪/১২/১৯ ইং বাগেরহাট জেলা প্রশাসক বরাবরে এ অভিযোগ করা হয়।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানাযায়-উপজেলার শারুলিয়া ৩১/৩২ নং- জেএল বারুইগাতী মৌজার এসএ ২৮৭ নং খতিয়ানের সাবেক দাগ ১৩৩ এবং ১৬০ নং খতিয়ানের সাবেক ১৫০ নং দাগের মধ্যদিয়ে জনগনের ব্যবহার্য্য সরকারী রাস্তা নির্মিত হয়। উক্ত রাস্তা দিয়ে এলাকার বেশ কিছু পরিবার তাদের বাড়ি যাতায়াত করে। এছাড়া শারুলিয়া কেন্দ্রিয় আহলে হাদিস জামে মসজিদে যাতায়াতে ওই পথ ব্যবহার করছিলো গ্রামবাসী। সম্প্রতি ওই রাস্থার প্রবশ দ্বার বন্ধ করে অবৈধ জবর দখলে নেয় স্থানীয় মোমরেজ শেখ গং। ওই ঘটনায় স্থানীয়ভাবে শালিস বৈঠকও হয়েছে। অবৈধ দখলদার পক্ষ শালিসদের অমান্য করায় জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগ করে এলাকাবাসী।
অভিযোগকারী পক্ষে মুক্তিযোদ্ধা আয়ূব আলী শেখ (৭০) বুলবুল শেখ (৪০) খবির শেখ (৫০) ইলিয়াস শেখ (৪৫) জিল্লাল মোল্লা (৭০) ও জিন্নাত শেখ (৬৫)সহ অনেকে বলেন তারা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অবর্ননীয় ভোগান্তি হতে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছে। অতিসত্বর সরকারী ওই রাস্তা খুলে দেয়ার দাবী জানান সকলে।