সাংবাদিক শেলু আকন্দের উপর সন্ত্রাসীদের হামলায় দুই পা পঙ্গু হওয়ার ঘটনায় ৬দফা দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে জামালপুরের কর্মরত সাংবাদিকরা। গত ২২ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসক মো: এনামুল হক এবং পুলিশ সুপার দেলোয়ার হোসেন (বিপিএমপিপিএমবার) এর কাছে জেলার কর্মরত সাংবাদিকরা স্মারকলিপি প্রদান করেন।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান ও সাধারন সম্পাদক লুৎফর রহমানের নের্তৃত্বে জেলার সকল কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে সাংবাদিক শেলু আকন্দের উপর হামলাকারী সকল আসামীকে গ্রেফতার, পৌর কাউন্সিলর পদ থেকে রুনু খানকে অব্যাহতি ,তার স্ট্যাম্প ভ্যান্ডারের লাইসেন্স বাতিল, ভুয়া জমা-খারিজ মুলে দলিল করার অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন,সকল সাংবাদিকের নিরাপত্তার নিশ্চয়তা প্রদানসহ হাসানুজ্জামান খান রুনুর অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহন করার দাবি জানানো হয়।
উল্লেখ্য যে, গত ২৮ মে পেশাগত দায়িত্বপালনকালে দৈনিক কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর উপর হামলা করে বেধড়ক মারধর করেছিল কাউন্সিলর রুনু খান, তার ছেলে রাকিব খান ও তার সহযোগীরা। এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার ২নং স্বাক্ষী ছিল সাংবাদিক শেলু আকন্দ। সাংবাদিকের উপর হামলার মামলায় স্বাক্ষী হওয়ায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১০ টায় সাংবাদিক শেলু আকন্দকে পিটিয়ে দুই পা পঙ্গু করে দেয়।