জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও বড়াইল ইউপি সাবেক চেয়ারম্যান আশরাফ আলী মন্ডল (৬৫) দাফন স¤পূন্ন।
আজ রবিবার বাদ যোহর দঃহাটশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক মুসল্লি ও দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা, ভালবাসায় সিক্ত হয়ে উপজেলার দঃহাটশহর গ্রামের পারিবারিক করস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জয়পুরহাট জেলা বিএনপি সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, সাধারন স¤পাদক নাফিজুর রহমান পলাশ, ক্ষেতলাল উপজেলার সাবেক চেয়াম্যান তাইফুল ইসলাম তালুকদার, রওনকুল ইসলাম চৌধুরী টিপু, ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, বিএনপি নেতা খালেদুল মাসুদ আঞ্জুমান, বড়াইল ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর, বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান নাদিম তালুকদার, প্রমুখ।
এছাড়াও ঢাকায় অবস্থান করায় আওয়ামীলীগের সভাপতি মজিদ মোল্লা ও ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়াম্যান মোস্তাকিম মন্ডল, মেয়র সিরাজুল ইসলাম বুলু, মোবাইল ফোনে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য বিএনপি নেতা আশরাফ আলী মন্ডল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজবাস ভবনে গত শনিবার রাতে ১০টা মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী একপুত্র, এককন্যা, নাতীনাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।