ঠাকুরগাঁওয়ে হরিপুরে বিএসএফ’র গুলিতে রেজাবুল (২৫) নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। আজ ভোর রাতে হরিপুর উপজেলার বেতনা এ ঘটনা ঘটে।
বিজিবি ও পরিবারের স্বজনরা জানান, হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের বদিরুল ইসলামের ছেলেসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক বেতনা ও ডাবরী সীমান্তের মাঝামাঝি ৩৬৬ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেস্টা করে। এসময় ভারতের ১৪৬ কাদেরগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে রেজাবুল গুরুত্বর আহত হয়। পরে বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে আজ রোববার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। হাসপাতাল কর্তৃপক্ষ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। এ বিষয়ে হাসপাতালে উপস্থিত বিজিবি সদস্যর কাছে জানতে চাওয়া হলে কথা না বলে ক্যামেরা দেখে দুরে চলে যায়।
এ বিষয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ রকিবুল আলম জানান, সকালে বিজিবি সদস্যরা গুলিবৃদ্ধ অবস্থায় রেজাবুল কে হাসপাতালে ভর্তি করে। পরে আমরা সাধ্য মত চেষ্টা করেছি। তারপরও তাকে বাচানো সম্ভব হয়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।