মুন্সীগঞ্জ জেলা পরিষদের ২০১৭-১৮অর্থ বছরের রাজস্ব তহবিলের আওতায় গজারিয়া উপজেলায় কৃষি কাজে ব্যবহারের জন্য কীটনাসক মেশিন ও অসচ্চল পরিবারের মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় অবস্থিত কুতুবিয়া কনভেনশন সেন্টারে এক আলোচনা সভার মাধ্যমে ৩৫জন কৃষককে কীটনাসক মেশিন ও ১৯জন মহিলাকে সেলাই মেশিন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের ১৪নং ওয়ার্ড (গজারিয়া) সদস্য মো: নাজমুল হোসেন, গজারিয়া থানা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য মো: মোসলেম উদ্দিন, বালুয়াকান্দি ২নং ওয়ার্ড ইউপি সদস্য ই¯্রাফিল প্রধান, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সালাউদ্দিন আহম্মেদ, ৯নং ইউপি সদস্য মোশারফ সরকার প্রমূখ।