নবগঠিত লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নূরুন্নবী চোধুরী একান্ত সাক্ষাতকারে বলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কর্ণেল অবঃ আনোয়ারুল আজিম ও বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আমাকে দায়িত্ব দিয়েছেন দলকে সুন্দরভাবে সাজানো, তৃণমূলে শক্তিশালী করতে। আমি বিএনপিকে তৃণমূলে শক্তিশালী করতে কাজ করবো। কেউ কোন রকম গ্রুপিং করতে চাইলে সুযোগ দেয়া হবে না। দলের ত্যাগী হামলা, মামলা ও নির্যাতনের স্বীকার নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। নব আহ্বায়ক নূরুন্নবী চৌধুরী দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। একসময় লাকসাম উপজেলা ছাত্রদলকে শক্তিশালী করতে আহবায়ক ছিলেন। তিনি ছাত্র জীবনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক, কেন্দ্রীয় সদস্য, ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বৃহত্তর মিরপুর থানা ছাত্রদলের সভাপতি ও সরকারি বাংলা কলেজের ছাত্রদলের সভাপতি ছিলেন এবং ৯০ এর ছাত্র আন্দোলনে তীব্র ভূমিকা রাখেন। তিনি লাকসাম পূর্ব নরপাটি ইউনিয়ন পরিষদ ২০০৩-২০১১ সাল পর্যন্ত নির্বাচিত চেয়ারম্যান হিসেবে এলাকাবাসীর সাথে সুখে-দুঃখে ও উন্নয়ন কর্মকান্ডে ছিলেন। তিনি এলাকার সকলের পরিচিত ও একজন ক্লীন রাজনীতিবিদ। তার স্ত্রী মিসেস আফরোজা আক্তার বেবী ঢাকার মিরপুর গালর্স স্কুল এন্ড কলেজের প্রভাষক এবং লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে প্রায় ৫০ হাজার ভোট পান। নূরন্নবী চৌধুরী বলেন- প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন ও উপজেলা কমিটি গঠনে নেতাকর্মীদের সহযোগিতা চাই। তিনি বলেন নেতাকর্মীদের সকলের মতামতকে গুরুত্ব দেয়া হবে। তবে কেউ পক্ষপাতিত্ব বা ব্যক্তি স্বার্থ চাইলে এবং দলে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে সাংগঠনিক শাস্তির উদ্যোগ নেয়া হবে। নূরুন্নবী চৌধুরী বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সরকার আটক করে রেখেছে। কারাগারে থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।