কুমিল্লার হোমনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ, বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার উপজেলার দড়িচর প্রাইম মডেল একাডেমি প্রাঙ্গণে বিদ্যালয়ের ২০১৮ সালের পিইসি পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা ও অর্থ বৃত্তি প্রদান করা হয়।
সমাবেশে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আবদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাইনুদ্দিন সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা কফিলউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আইয়ুব আলী, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো. আনোয়ার হোসেন, শিক্ষক মাহফুজা আক্তার, মো. শিপন ও মো. ফয়সাল প্রমুখ।
শেষে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৪ জনের প্রত্যেককে নগদ দেড় হাজার ও সাধারণ গ্রেডে ২ জনের প্রত্যেককে এক হাজার এবং জিপিএ-৫ প্রাপ্ত ১১ জনের প্রত্যেককে পাঁচশত টাকা করে নগদ অর্থ বৃত্তি এবং ১৬৫ জন শিক্ষার্থীকে উপস্থিতি পুরস্কার দেওয়া হয়েছে।