গত ২২ ডিসেম্বর /২০১৯ ইং রোববার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম ও বাসদ সভাপতি, বিশিষ্ঠ সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক বি .কম শিখা দত্ত বলেছেন, যেটা হওয়ার কথা ছিলো, সেটাই হয়েছে। আমরা পুনঃ নির্বাচিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
একই সঙ্গে প্রত্যাশা করেছেন, তাদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতির গুনগত পরিবর্তন ঘটবে। আগামী দিনে বাংলাদেশের গনতন্ত্র চর্চার পথ সুগম হবে।
অন্যানের মধ্যে যৌথভাবে বিবৃতি প্রদান করেছেন,গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সিঃসহ-সভাপতি সাহ আলম সরকার শাজু, সহ-সভাপতি নুর আলম আকন্দ, সহ সম্পাদক কালামানিক দেব, সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান মন্ডল, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু, দপ্তর সম্পাদক মুরশিদা আক্তার সুইটি, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যকরি সদস্য রফিকুল ইসলাম মন্ডল, তারাজুল ইসলাম ও সাইদুল ইসলাম প্রমূখ।