জামালপুর জেলার ইসলামপুর বেলগাছা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল বাছেদের পৈত্রিক সুত্রে পাওয়া ২০শতাংশ জমি বেদখল করে প্রাণনাসের হুমকি দিচ্ছে একই এলাকার বাসিন্দা মৃত ইদ্রিস আলীর ছেলে বদজাত আলী গং রা।
জানা গেছে, ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের মধ্য বেলগাছার বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল বাছেদের পৈত্রিক সুত্রে পাওয়া বিআরএস রেকর্ড় ভূক্ত ২০শতাংশ জমিতে একই এলাকার বাসিন্দা মৃত ইদ্রিস আলীর ছেলে বদজাত আলী গংদের বাড়ি-ঘর যমুনা নদীতে বিলিন হলে তাদের অন্যকোন উপায় না থাকায় জমির মালিককে বলে অস্থায়ী ভিক্তিতে বিআরএস দাগ নং ১৫৮৪ এবং ১৫৮৮ মোট জমির পরিমাণ ১০৭শতাংশের মধ্যে ২০শতাংশ জমিতে বসবাস শুরু করে বদজাত আলী গংরা।
দীর্ঘদিন সেই জমিতে বসবাস করার সুবাদে বর্তমানে বদজাত আলী গংদের অর্থিক স্বচ্ছলতা ফিলে এলে তারা বিভিন্ন স্থানে জমি খরিদ করার পরও ওই ২০শতাংশ জমি খালি করে জমির মালিক আব্দুল বাছেদকে ফেরত দিচ্ছে না। তাই বারংবার গ্রাম্য সালিশী করেও জমি ফেরত না পেয়ে বাধ্য হয়ে ইসলামপুর থানায় আব্দুল বাছেদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ নং ৯৯১ তারিখ ২৭/৯/১৯ইং। এই খবর পেয়ে বদজাত আলী গংরা গত ২২ অক্টোবর/১৯ইংতারিখে জমির মালিক আব্দুল বাছেদের সাথে প্রথমে বাক-বিতন্ডা পরে প্রাণনাশের উদ্যেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে দাওয়া করে প্রভাবশালী বদজাত আলী গংরা। এ ব্যাপারে আঃ বাছেদ বাদী হয়ে ইসলামপুর থানায় আরো একটি জিডি করেন। জিডি নং ১০৩৭, এফ আই আর প্রসিকিউশন নং ১৩৩ তারিখ ১০/১১/১৯ইং। এ বিষয়টি বদজাত আলী গংরা জানতে পেয়ে গত ১ডিসেম্বর রাতে নিজেদের একটি পরিত্যাক্ত গোয়াই ঘরে আগুন দিয়ে জমির মালিক আঃ বাছেদসহ ৯জনের নামে একটি য় উল্টে জিডি করেছেন ইসলামপুর থানায়।
এ বিষয়ে সরে জমিনে খোঁজ নিতে গেলে ওই এলাকার বাসিন্দা ফরহাদ আলী,হাফিজুর,ফজলু মিয়া,আবুল হোসেনসহ অনেকেই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জমির মালিক জমি ফেরত চাইতে গেলেই হামলার শিকার হচ্ছেন বলে জানান।