একটা সময় দন্তহীন বাঘ মনে করা হত দুদককে। তবে কিছুটা হলেও জনমনে এই ধারণা সম্প্রতি পাল্টাতে শুরু করেছে। দুদকের এখন বিষদাঁতও দেখা যাচ্ছে। দুদক প্রভাবশালীদের সাম্রাজ্যেও থাবা বসাতে জানে। চাপ উপেক্ষা করে স্বাধীনভাবে কাজ করতেও শিখেছে। ইতোমধ্যে আমরা দেখেছি, দুদক প্রচ-রকম ক্ষমতাসীন ব্যক্তির ক্ষমতার অপব্যবহারের তদন্ত করারও সাহস দেখিয়েছে। দুদকের তৎপরতায় ক্ষমতাসীনসহ বিভিন্ন দলের বড় বড় রাজনীতিক, সরকার ও প্রশাসনের অনেক রুই-কাতলাও ধরাশায়ী হতে শুরু করেছে। এদিকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে দুদক দুর্নীতিবাজদের তালিকা সংগ্রহসহ জাতীয় নির্বাচনে প্রার্থীদের নির্বাচনি হলফনামা সংগ্রহ করেছে। পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিস্ট দুর্নীতিবাজদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ যোগাড় করছে। জানা যায়, এতে বাদ যায়নি মন্ত্রণালয় ও সেক্টর ভিত্তিক দুর্নীতির তথ্য-উপাত্ত জোগাড়ও। অর্থাৎ, ক্যাসিনো বা অন্য কোনো অবৈধ উপায়ে যারা বিভিন্ন সময়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন তাদের বিরুদ্ধে দুদক নতুন মাত্রায় অনুসন্ধান করছে। আমরা জানতে পেরেছি, এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে ও চলছে।
দেশ থেকে দুর্নীতি তাড়ানোর চেষ্টা দীর্ঘদিনের। সে লক্ষ্যে একটি স্বাধীন কমিশন হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যাত্রার শুরু ২০০৪ সালের ২১ নভেম্বর। চলতি বছর ২১ নভেম্বর এর বয়স দেড় দশক পূর্ণ হয়েছে। লম্বা সময় সত্ত্বেও প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে সমীকরণের অঙ্কটি কারো কাছে অতৃপ্তির হলেও হতে পারে। তবে স্বীকার করতে হবে, অনেক সীমাবদ্ধতার মধ্যেও কাজ করছে দুদক। আশার কথা আগের তুলনায় দুদকে মানুষের অভিযোগ করার হারও ক্রমবর্ধমান হারে বাড়ছে। যার বেশির ভাগের সন্তোষজনক নিষ্পত্তিও ঘটছে।
সম্প্রতি দেশে ক্যাসিনোকা-ের ঝড় ওঠার পর সব মহলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সংস্থাটি। এ যেন সক্রিয় দুদকের স্বরূপে ফেরার এক ভিন্নরূপ তৎপরতা। যার মধ্য দিয়ে দেশে বিদ্যমান রাজনীতি ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে অদৃশ্যমান দুর্নীতির ভয়াবহতা কতটা বিস্তার ঘটেছে তা জনসম্মুখে উঠে আসতে শুরু করে। দুদকের দায়িত্বশীল সূত্রমতে, দুদকের মামলায় বাড়ছে সাজার হার। ২০১৫ সালে সাজার হার ছিলো শতকরা ৩৭ শতাংশ, ২০১৬ সালে তা ৫৪ শতাংশ, ২০১৭ সালে ৬৮ শতাংশ, ২০১৮ সালে ৬৩ শতাংশ আর চলতি বছরে সেটি ৭০ শতাংশে উন্নীত হয়েছে।
আমরা দেখছি সাম্প্রতিককালে দুদক বেশ সক্রিয়। ফলে তাদের প্রতি মানুষের নির্ভর বেড়েছে। কিন্তু এটি ধরে রাখতে প্রতিষ্ঠানটিকে আরও সক্রিয় হয়ে মানুষের আস্থা ও ভরসা অর্জন করতে হবে। আইনগতভাবে কাজ করার মনোভাবটা তাদের মধ্যে বেশি থাকতে হবে বলে আমরা মনে করি। বর্তমান সরকারের চলতি মেয়াদে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনি ইশতেহারে দুর্নীতি ও সুশাসন প্রতিষ্ঠার জোরালো রাজনৈতিক অঙ্গীকার ছিলো। নির্বাচিত হওয়ার পর সেই অঙ্গীকার পূরণে সরকারের সর্বোচ্চ মহলের সদিচ্ছাও বিভিন্ন সময় ব্যক্ত করা হয়েছে। আমরা আশা করি, সরকারের এই রাজনৈতিক অঙ্গীকার দুদককে শতভাগ তার স্বরূপে ফিরতে সহায়তা করবে।