বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল। তিনি রংপুর বিভাগের দায়িত্ব পালন করবেন বলে কেন্দ্রীয় ছাত্রদল সুত্র নিশ্চিত করেছে। সদ্য ঘোষিত ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে তাকে এই দায়িত্ব দেয়া হয়।
রংপুরের ছাত্র রাজনীতিতে পরিচ্ছন্ন সৎ, সাহসী, পরিশ্রমী ও মেধাবী ছাত্র নেতা হিসাবে পরিচিত মনিরুজ্জামান হিজবুল সাংগঠনিক জীবনে এর আগে রংপুর পৌরসভার সাবেক ৫ নং ওয়ার্ড (বর্তমান ২০ নং ওয়ার্ড) ছাত্রদলের সভাপতি, রংপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি রংপুর জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তার নেতৃত্বে রংপুর ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচী পালিত হয়েছে। তৃণমুল পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে তিনি রংপুর জেলা ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন।
এদিকে রংপুরের ছাত্রদল নেতা মনিরুজ্জামান হিজবুল কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়াতে রংপুর জেলা ও মহানগর ছাত্রদল, কারমাইকেল কলেজ, সরকারী কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ বিভিন্ন উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিনন্দন জানান।
তারা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদককে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে আশা প্রকাশ করেন ছাত্রদল নেতা মনিরুজ্জামান হিজবুলের নেতৃত্বে রংপুর বিভাগ ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান হবে।