রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ নিউ ইঞ্জিনিয়ার পাড়াস্থ ব্রীজের উত্তরে জনৈক হারুন মিয়ার পানের দোকানের সামনে থেকে ১ বোতল ফেন্সিডিলসহ আসামি মোঃ আজাদ আলী (৩৫), পিতা- মৃত ইয়াকুব আলী, সাং- উত্তর মুন্সিপাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর রংপুর-কে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ ধাপ শ্যামলী লেন জনৈক মুক্তার আল-আজাদ এর ভাড়া বাসা নিচ তলার উত্তর দুয়ারী শয়ন ঘর থেকে ধর্ষনের অপরাধে আসামি মোঃ নূর নবী (৩৬), পিতা- মৃত উজির উদ্দিন, সাং- রায় নগর, ডাকঃ তিলকপুর, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট-কে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ মুন্সিপাড়াস্থ কেরামতিয়া মসজিদের দক্ষিনে প্রিন্সিপাল জনৈক আবদুল বারী মন্ডল এর বাসা সংলগ্ন পারভেজ মিয়ার পুকুর পাড় থেকে খুনের অপরাধে দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় মামলা রুজু হয় এবং ওই মামলায় আসামি মোঃ আবদুর রহিম, পিতাঃ কবির উদ্দীন, সাং-মুন্সিপাড়া, জেলাঃ মহানগর রংপুর-কে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন পুলিশ রংপুরের কোতোয়ালি থানায় মাদক দ্রব্য অধিদপ্তর হনুমানতলায় পলাতক আসামি মোঃ জীবন (২৪), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- হনুমানতলা, থানা-কোতয়ালী, জেলা- মহানগর রংপুর এর বসতবাড়ী থেকে ৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কোতোয়ালি থানায়-৭ জন, তাজহাট থানায়-৩ জন, মাহিগঞ্জ থানায়-১ এবং হারাগাছ থানায়-২ জনসহ মোট-১৩ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সকল থানার চেকপোষ্ট কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১৮৩ টি মামলা দায়ের করা হয়।