বৃহত্তর রংপুরের গুরুত্বপূর্ণ ক্রাইম পয়েন্ট ধাপেরহাট। রংপুর-ঢাকা মহাসড়কের কেন্দ্রস্থল ও পার্শ্ববর্তী পীরগঞ্জ,পলাশবাড়ি ও সাদুল্যাপুর উপজেলার মিলনকেন্দ্র এই এলাকাটিতে এমন কোন অপকর্ম বা অপরাধ নেই যা ঘটে না। ধাপেরহাট পুলিশ ফাঁড়ির পার্শ্বেই নিয়ন্ত্রিত হয় গোটা উত্তরবঙ্গের চোরাচালানের বিশাল ট্রানজিটের কারবার। এখানে রয়েছে চোরাকারবারিদের গোপন সংঘ। নির্দিষ্ট সময়ে সেখানে মিলিত হয় এলাকার প্রভাবশালী চোরাকারবারীরা। ধাপেরহাটে গড়ে উঠেছে মাদক ব্যবসা,ভারতীয় পণ্যের ব্যবসা ও জুয়াড়িদের একাধিক আখড়া। দিনের বেলায় বিশেষ কয়েকটি স্থানে আতœগোপন করে থাকে তিন থানার দুর্ধর্ষ পেশাদার দুর্বৃত্তরা। আর সন্ধা ঘনিয়ে আসার সাথে সাথে তাদের আতœপ্রকাশ ঘটে। শুরু হয় মদ পানের পর মাতলামী ,জুয়ার আড্ডা,ভারতীয় নিষিদ্ধ পণ্যের চোরাচালান। রাত গভীর হবার পর চলে ভাসমান পতিতাদের দেহ ব্যবসা। প্রায় রাতেই আশপাশের গ্রামগুলোতে ঘটে চুরি,ছিনতাই,ডাকাতি সহ রাহাজানীর ঘটনা। ঢাকা-রংপুর মহাসড়কের উপর অবস্থিত ধাপের হাট উত্তর বঙ্গের বৃহতম কাঁচামালের জন্য বিখ্যাত। এখানে সপ্তাহের সোম ও বৃহস্পতি দু’দিন সাপ্তাহিক হাট বসে। দুর দুরান্ত থেকে পাইকাড়রা আসে কাঁচামাল খরিদ করতে। সেই সংগে আসেন চোরাকারবারীরাও। কাঁচামালের বস্তায় ভরে ভারতীয় শাড়ী,বাইসাইকেলের পার্টস,ইলেকট্রিক্স সামগ্রী সহ নেশাজাতীয়দ্রব্য ও গাঁজা পাচার করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। প্রতি সপ্তাহে লাখ লাখ টাকার চোরাই পণ্য কেনা বেচা চলে এখানে। গাঁজা, আফিম, চরস, বাংলা মদ, আর ফেন্সিডিল বিক্রির জন্য পার্শ¦বতী ৩টি এলাকায় ১০ টিরও বেশি গোপন ঘাটি রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ধাপেরহাট মনি কৃষ্ণ সেন ডিগ্রী কলেজের এক অধ্যাপক জানান কলেজের নির্জন আঙ্গিনায় প্রতি রাতেই ফেন্সিডিল সেবীদের আড্ডা বসে এবং রোজ সকালে কলেজ শুরুর পূর্বে ফেন্সিডিলের কয়েক ডজন খালী বোতল মাঠ থেকে সরিয়ে ফেলতে হয় পিয়নের দ্বারা। ধাপেরহাটে পৃথক ৪/৫ টি মেশিনে দিবারাত্র হলুদের সাথে কাঠের গুড়া ইটের গুড়া ও রং মিশিয়ে“ উন্নতমানের” হলুদ তৈরী করা হয়। এখানে প্রতিদিন শত শত মন মুড়ি তৈরী হয়। ইউরিয়া সার মিশিয়ে তৈরী করা এই মুড়ী প্যাকেজাত করে আশপাশের জেলা গুলোতেও রফতানি করা হচ্ছে বছরের পর বছর ধরে। সয়াবীন তেল এ রং ও অন্যান্য দ্রব্য মিশিয়ে তৈরী করা হয় খাঁটি সরিষার তেল। পীরগঞ্জ উপজেলার চিহ্নিত সন্ত্রাসী আন্তঃজেলা ডাকাত সর্দার আলী ডাকাত এখানেই নৃশংসভাবে খুন হয়। হাটের পার্শ্বেই আব্দুল খালেক নামের এক কৃষককে গলা কেটে হত্যার পর তার স্যালো মেশিনটি নিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকার দাগী সন্ত্রাসী গোপাল(৪০) অন্তর্কলহের জের ধরে নির্মমভাবে ধাপেরহাটের পাশেই খুন হয়। চোরাই পাওয়ার টীলার উদ্ধার করতে গিয়ে উজিরপুর গ্রামের সিরাজ খুন হয় চোরের হাতে। পীরগঞ্জ,পলাশবাড়ী ও সাদুল্যাপুর থানার দাগী অপরাধীরা বিভিন্ন এলাকায় অপকর্ম করে আশ্রয় নেয় ধাপেরহাটে। তিন থানার সীমানায় অবস্থিত হেতু এক থানার পুলিশ ধাওয়া করলে অপরাধীরা ঢুকে পড়ে অন্য থানা সীমানায়। তখন বাধ্য হয়ে আসামী না ধরেই ফিরে যেতে হয় পুলিশকে। আর এ কারনেই সঠিক সংবাদ পেয়েও সফল অভিযান চালাতে পারে না থানা পুলিশ।