আগামী ৩০ডিসেম্বর গজারিয়া উপজেলার১নং হোসেন্দী ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সকল পর্যায়ের জনসমর্থন নিয়ে মাঠে আছেন মমিন আলী। তার প্রতিক আনারস।
তারি ধারাবাহিকতায় আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে ১নং হোসেন্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ড চর বলাকী (মার্ডার চর) এলাকা থেকে কর্মী সমর্থকদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী মমিন আলী'র এক বিশাল মিছিল বের করেন। মমিন আলী ভোটারদের ঘরে ঘরে গিয়ে তার আনারস প্রতীকে ভোট দেওয়ার আহবান করেন। এদিকে মমিন আলীকে ভোটারা ও কাছে পেয়ে তাকে ভোট দেওয়ার প্রস্তুতি দেন।
নির্বাচনের প্রার্থী মমিন আলী ১নং হোসেন্দী ইউনিয়িন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহবুল হক মজনু'র আপন চাচাতো ভাই।
চেয়ারম্যান প্রার্থী মমিন আলী বলেন-সাধারণ মানুষদের চাওয়াতেই আমি নির্বাচনে এসেছি, আমি আমার ইউনিয়ন বাসীর পাশে আমার সর্বোচ্চ দিয়ে সারাজীবন সেবা করতে চাই। আমি যদি নির্বাচিত হই আমার মরহুম ভাই মাহবুল হক মজনুর অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো, পাশাপাশি মাদকমুক্ত সুন্দর স্বপ্নের ইউনিয়ন গড়ব। মমিন আলী আরও বলেন দলমত নির্বিশেষে সবাই আমার সাথে আছে এবং আমার হয়ে কাজ করছে।
সাধারণ মানুষ বলেন যে চেয়ারম্যান মরহুম মাহবুল হক মজনু ভাই আমাদের পূর্বে সুখে দুখে পাশে ছিল আমরা তার চাচাতো ছোট ভাই মমিন আলীকে আমাদের মূল্যবান ভোট দিবো।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে আরও মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাজী আক্তার হোসেন মোটরসাইকেল প্রতীক, নৌকা প্রতীকে মনিরুল হক মিঠু, স্বতন্ত্র মো. কামাল হোসেন ঘোরা প্রতীক, রাসেল মিয়া'র প্রতীক চশমা।