পঞ্চগড়ের বোদায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। শৈতপ্রবাহ আর বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা। সূর্যের দেখা মেলেনি গত দুই দিনেও। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে বোদা উপজেলার বির্ত্তীণ জনপদ। আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। হঠাৎ পৌষের শুরুতেই এমন ঠান্ডা সবস্তরের মানুষজন পড়েছে চরম বিপাকে। এই চরম ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবি ও ছিন্নমূল মানুষ। এই ঠান্ডায় পশু পাখিও পড়েছে বিপাকে। কনকনে ঠান্ডায় বিশেষ কাজ ছাড়া বাইরে বের হতে সাহস পাচ্ছে না অনেকেই। প্রয়োজন পড়েছে ঠান্ডা নিবারণের জন্য শীতবস্ত্রের। এই ঠান্ডায় বিশেষ করে শিশু এবং বয়স্করা কষ্ট পাচ্ছে বেশি। গরম কাপড়ের দোকান গুলোতে এখন মানুষের উপচেপড়া ভীড়। এই সুযোগে ফুতপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ব্যবসায়ীরা কাপড়ের দাম অস্বাভাবিক হারে বাড়িয়েছে। ফলে অর্থাভাবে দরিদ্র মানুষদের পক্ষে শীতের কাপড় সংগ্রহ করা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ঘন কুয়াশার কারনে অনেকে বেলা করে রাস্তায় গাড়ির হেড লাইট জ্বালিয়ে যাতায়াত করছে। গরীব মানুষজন শীতবন্ত্রের জন্য উপজেলা প্রশাসন সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুড়ছেন। উপজেলা প্রশাসন থেকে যে হারে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানা গেছে।