জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরন-২০১৯ প্রদান উপলক্ষে দিনাজপুর জেলা পর্যায়ে বাছাই পর্বে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচন করা হয়েছে। আগামী সোমবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন দিনাজপুর সদর উপজেলার রাজা রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুস্মিতা পোদ্দার। তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা শ্রেষ্ঠ শিক্ষক পদক প্রদান করা হয়েছে।
এদিকে, আগামী সোমবার অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন। এ উপলক্ষে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে নির্বাচিত করা হবে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক। রংপুর বিভাগের আট জেলার জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করবেন। ওইদিন এখানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হবে বলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটি সুত্রে জানা গেছে।
অপরদিকে, দিনাপুরের রাজা রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুস্মিতা পোদ্দার দিনাজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক সুস্মিতা পোদ্দারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংবর্ধিত করেন।
দিনাপুরের রাজা রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুস্মিতা পোদ্দার খোলা কাগজকে জানান, আমি সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলে শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলবো। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।