রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে রাস্তা আটকে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এতে করে শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা ওই পথে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ জানায়, উত্তরা দক্ষিণখানের আটিপাড়া এলাকার ‘টপ জিন্স’ নামের একটি পোশাক কারখানার প্রায় চারশ শ্রমিক সকালে রাস্তায় নেমে আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর পৌনে তিনটায় উত্তরা জোনের সহকারী কমিশনার শচীন মৌলিক সাংবাদিকদের জানান, শনিবার বেলা ১১টায় টপ জিন্স পোষাক কারখানার প্রায় চারশ শ্রমিক আবদুল্লাহপুর এলাকায় পলওয়েল মার্কটের সামনে অবস্থান নেয়। এতে করে সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল পৌনে চারটার দিক শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল শুরু হয়।
তিনি আরো বলেন, ‘আমরা মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সমন্বয় করিয়ে দিয়েছি। দুই পক্ষ বৈঠকে বসেছে। এখন তারাই বিষয়টি সমাধান করবে।’