সপ্তাহব্যাপী ফিরে দেখা সাহিত্য ও লোকসংস্কৃতি মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে সাহিত্য-সংষ্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’র সপ্তম বর্ষে পদার্পণ এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘ফিরেদেখা সাহিত্য ও লোকসংস্কৃতি মেলা’ উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শওকত আলী। এ সময় সম্মনীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মাসুদ রানা।
ফিরেদেখা’র সভাপতি এমাদ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আকবর হোসেন, প্রেসক্লাব সভাপতি রশিদ বাবু, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, আমাদের প্রতিদিন সম্পাদক ছড়াকার মাহবুব রহমান, কবি ড. সুলতান তালুকদার, কবি এএসএম হাবিবুর রহমান ও স্বাত্ত্বিক শাহ আল মারুফ। স্বাগত বক্তব্য রাখেন ফিরেদখা সম্পাদক মাসুদ রানা সাকিল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি আবুল খায়ের, রফিকুল ইসলাম চৌধুরী, তাসমিন আফরোজ সঞ্চলনা করেন নাজিরা জাহান, আহসান হাবিব রবু, গণগ্রন্থাগার সহকারী পরিচালক আবেদ হোসেন, বেলাল আহমেদ, নাহিদ আফরোজ লিজা, কামরুজ্জামান বাদশা, হায়াত মাহমুদ মানিক ও মমিন উদ্দীন পাটোয়ারী প্রমূখ। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশীদ।
অনুষ্ঠানে উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিয়ের গীত, ভাওয়াইয়া গান, জারি গান, লোকসাহিত্য আলোচনা, কবিতা পাঠ, আঞ্চলিক ভাষায় তক্কাতক্কি ইত্যাদি আয়োজনসহ গ্রামীণ জনপদের খেলা অনুষ্ঠিত হবে।
এছাড়াও অনুষ্ঠানকে কেন্দ্র করে লোকসংস্কৃতির বই, মৃৎশিল্প, কুঁটির শিল্প, বাঁশ-বেতশিল্প, শতরঞ্জি প্রদর্শনীর আয়োজন থাকবে।