গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিজিএফআই এর পরিচয় দিয়ে চাকুরী দেয়ার নামে ২ লক্ষ টাকা হতিয়ে নিয়ে প্রতারনা করার লক্ষে উল্টো মামলা করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের বারটিকরী গ্রামের জসিম উদ্দিনের ছেলে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর অফিসার পরিচয় দানকারী মাসুদ রানা একই উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের আবু তাহের প্রধান এর ছেলে সিহাব প্রধানকে চাকুরী দেয়ার কথা বলে ২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। দীর্ঘ দিন অতিবাহিত হলেও চাকুরীর কোন খবর না পাওয়ায় সিহাবের বাবা মাসুদ রানার নিকট চাকুরী ও টাকা কথা বলায় সে নানা তাল বাহনা করে আসছে। এ দিকে মাসুদ রানার ছোট বোন সম্পা বেগমের সহিত কয়েক বছর পূর্বে আবু তাহেরের ছোট ভাই মাহাবুব এর সঙ্গে বিবাহ হয়। তাদের একটি মেয়ে সন্তানও রয়েছে। এই অতিœয়তার বিশ্বাসে চাকুরীর জন্য টাকা দিয়েছিল আবু তাহের। এখন টাকা উদ্ধারের জন্য মাসুদ রানাকে তাগিদ দিলে মাসুদ রানা কৌশলে তার ছোট বোন সম্পা বেগমকে বাড়ীতে ডেকে এনে টাকা আতœসাৎ করার লক্ষে উল্টো নারী শিশু নির্যাতন মামলা করেছে।
উল্লেখ্য মাসুদ রানা সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর পরিচয় দিয়ে দীর্ঘ দিন থেকে চাকুরী দেয়ার নামে বিভিন্ন সময় অনেক লোকের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা করে আসছে।