ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুনে দগ্ধ আরেক তরুণ সাহেজুল ইসলাম সাজু (১৯) এর মৃত্যু হয়েছে। সাজু ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাজুর শরীরের ৭০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।
এর আগে গত ১১ ডিসেম্বর বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেদিনই কারখানার ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার করেন। বাকিরা হাসচাতালে মারা যায়। ওই ঘটনায় এ নিয়ে মোট ২২ জনের মৃত্যু হয়েছে।
পার্থ শংকর পাল জানান, কেরানীগঞ্জে দগ্ধ আরও ১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে আটজন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউতে। অন্য দু’জন সোহাগ (২৫) ও ফিরোজকে (৩৯) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে অগ্নিকা-ের ঘটনায় কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে নিহত একজনের ভাই হত্যা মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, একতলা টিনশেড ওই কারখানায় ওয়ান টাইম প্লেট, কাপসহ প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী তৈরি করা হত।