তথ্যমন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাতিকে আরেক ধাপ এগিয়ে নিতে সুশাসন ও রাজনৈতিক শান্তিসহ নয়টি পদক্ষেপ দিতে হবে। তিনি বলেন, দুর্নীতিবাজদের সিন্ডিকেট ধ্বংস করে সকল স্তরে সুশাসন ও বিএনপি-জামাতদের বিতাড়িত করে রাজনীতির মাঠে শান্তি ফিরাতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামাত যতদিন আত্মসর্ম্পনে বাধ্য না হবে, ততদিন রাজনীতির মাঠে অশান্তির সম্ভবনা চলতেই থাকবে।
শনিবার সকাল ১১টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে জাসদ ছাত্র লীগের সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী ও জাসদ কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনসার আলী সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলা জাসদ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।