বাক প্রতিবন্ধী অসহায় রাহেলা (৬৫) অবশেষে বুঝে পেয়েছে তার জমি। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ভেড়ামারা উপজেলা প্রশাসন জমি মাপচোক করে তার প্রাপ্ত ৩ শতাংশ জমি বুঝিয়ে দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জন্ম থেকেই বাক প্রতিবন্ধী রাহেলা। এলাকায় সে কালা নামেই পরিচিত। সে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের সরকারপাড়ার বাসিন্দা মৃত ইয়াদ আলীর কন্যা। দু’সন্তান রেখে স্বামী মারা যাওয়ার পর স্বামীর ভিটায় আর থাকা হয়নি। আশ্রয় নেন মায়ের বাড়ীতে। অভাব ছিল তার নিত্য সঙ্গী। কোন রকম খেয়ে না খেয়ে চলেছে তার জীবন। ছাগল চড়িয়ে, অন্যের বাড়িতে কাজ করে ছেলে মেয়েকে বড় করেছেন। ৪৫ বছর বয়সী ছেলে নাহিদ’র এখনো বিয়ে করা হয়নি। প্রতিবন্ধী এবং অসহায় বলে রাহেলা’র ভাগ্যে জুটেনি বাবার সম্পত্তির ভাগও। আপন সহোদররা বঞ্চিত করেছেন তাকে। বাড়ির পাশেই সরকারী খাস জমিতে প্রায় ৪০ বছর ধরে তিন শতক জমির ওপরে বসবাস করে আসছেন তিনি। ওই জমির উপরই লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় প্রভাবশালীদের। হঠাৎ করেই ভেঙে পড়ে কুঁড়েঘরটি। ঘরটি মেরামত করার জন্য বহু কষ্টে ইট এনে ঘর নির্মাণ করতে শুরু করতেই বাধা দেয় রাহেলার চাচাতো ভাই মোমিন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শ্যামল মালিথা, আহাদ মালিথা, সবুজ মালিথা ও বিপুল মালিথা। তার জমির মালিকানা দাবী করে রাহেলাকে উচ্ছেদ’র হুমকি দেয়।
অসহায় রাহেলা’র সীমাহীন কষ্টে ব্যাথিত হয়ে এবং তাকে অন্যায় ভাবে উচ্ছেদ করছে প্রভাবশালীরা এমন বিষয় উল্লেখ করে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার’র অফিসিয়াল ফেসবুক ম্যাসেঞ্জারে ইউএনও সোহেল মারুফের দৃষ্টি আকর্ষন করেন। পওে তিনি এর সতত্যা খুজে পেয়ে রাহেলার জমি বুঝিয়ে দিতে তৎপরতা চালান।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেছেন, অভিযোগ পাওয়ার পরই বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে নিশ্চিত হয়েছি হতদরিদ্র এবং প্রতিবন্ধী রাহেলার কষ্ট। কত কষ্ট করে তিনি জীবন পাড়ি দিয়ে চলেছেন। খাস জমি যে যার মত দখল করে বসবাস করছে। ৪০ বছর রাহেলা ওই জমিতে বসবাস করছে। তাকে কেন উচ্ছেদ করা হবে। সে বিষয়টি আমলে নিয়েই তাকে ৩ শতাংশ জমি মাপ চোক করে বুঝিয়ে দেওয়া হয়েছে।