শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের হাসিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে অইন্না ইলাহে রাজেউন)। ৪৪ বছর বয়সী ঐ অবিবাহিত নারী শাররীক অসুস্থতার কারণে ২১ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঈশ^রীপুর গ্রামে নিজ পিতা এসএম আবদুল ওয়াদুদ এর বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। সদালাপী এবং পর্দাশীল হওয়ার পরও লেখাপড়ায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ছাড়াও নানা গুনে গুনান্বিত ঐ নারীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ২১ ডিসেম্বর বাদ আছর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বোন নুজহাত ফারাবী খুলনা বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগে এবং অপর বোন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের বাংলঅ বিভাগে পড়ালেকা করছেন। তার পরিবার সকলের কাছে মরহুমার জন্য দোয়া প্রার্থনা করেছেন।