সাড়া দেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে আজ অন্যায় ভাবে কারাগারে রাখা হয়েছে। দেশনেত্রীকে রাজনীতি থেকে দুরে রাখার ষঢ়যন্ত্র করে লাভ হবে না। জনগন এর জবাব দিবে। দেশকে বাচাঁতে হলে নেত্রীর মুক্তি জরুরী। আ’লীগ দেশকে বিভাজন করে ফেলেছে। সুশাসন শেষ করে দিয়ে তারা এখন নিজেদের নিয়ে ব্যস্ত। তারা জনগনকে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। গত শুক্রবার সাঘাটা উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক এসব কথা বলেন। আগামীতে সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে নেত্রীর মুক্তির আন্দোলনে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, দেশমাতাকে জেলে রেখে দেশকে গণতন্ত্রহীন করেছে এ সরকার। সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাঘাটা-ফুলছড়ি এলাকার বিএনপি’র প্রধান সমন্বয়ক বিগত সাংসদ প্রার্থী ফারুক আলম সরকার বলেন, মায়ের মুক্তির জন্য সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে বাঁচাতে হলে নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। খালেদা জিয়ার মুক্তি হলেই গনতন্ত্র মুক্ত হবে। গোটা জাতি বিএনপির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, এ সরকারে কর্মকান্ডে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। মাদার অফ ডেমোক্রেসি বেগম জিয়াকে আটকে রেখে এ সরকার পাড় পাবে না। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈন প্রধান লাবু, জেলা বিএনপি নেতা মোর্শেদ হাবীব সোহেল, সহ-সভাপতি মতলুব রহমান রেজা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ মিলন, যুবদল সভাপতি আহম্মেদ কবির শাহিন, উপজেলা কৃষকদল সভাপতি অ্যাড. আবু বকর সিদ্দিক ছানা, সেলিম আহম্মেদ তুলিপ, মোস্তাফিজুর রহমান বাদল, ডা: লিয়াকত আলী, আবুল কাশেম, নিজাম উদ্দিন, ওমর আলী মেম্বর, আবু হেনা মোস্তফা কামাল মিঠু, আনিছুর রহমান আনিছ, ইখতিয়ার আহম্মেদ সুজন, জাহাঙ্গীর কবির জুয়েল, শামীম হোসেন মন্ডল, রবিউল ইসলাম, মৃদুল প্রমুখ।