বরিশাল-ভাণ্ডারিয়া-মঠবাড়ীয়া আঞ্চলিক মহাসড়কের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে যাত্রীবাহী একটি মাহেন্দ্র উল্টে গিয়ে ঘটনাস্থলেই মাহেন্দ্র চালক বাচ্চু হাওলাদার (৪৫) নিহত হয়েছেন। সে উপজেলার চিংগুড়িয়া গ্রামের আশ্রাব আলী হাওলাদার এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়ীয়া-ভাণ্ডারিয়াগামী ওই যাত্রীবাহী মাহেন্দটি সড়কের ওপর বালু ভরাটের জন্য স্থাপিত পাইপের ওপর থেকে যাওয়ার সময় উল্টে গিয়ে চালক বাচ্চু গাড়ী চাপা পড়ে ঘটনাস্থলে নিহতহন। এ সময় অপর তিন যাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের স্বজন মোঃ দেলোয়ার হোসেন তালুকদার জানান, আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে বালু ভরাটের জন্য নেয়া পাইপের কাছে কোন ধরনের বাতি অথবা সিগনাল না থাকায় এ দূর্ঘটনা ঘটেছে।