রংপুর র্যাব ১৩এর সদস্যরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ১ জন শীর্ষ জঙ্গিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার মধ্য রাতে গাইবান্ধার পুরাতন জেলখানা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে গাইবান্ধার পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ‘জেলা নায়ক’ মোঃ আজমত আনছারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ এর একটি বিশেষ দল। তার কাছ থেকে বিপুল পরিমান জঙ্গি বই ও লিফলেট উদ্ধার করা হয়।
র্যব জানায়, সে তার জবানবন্দিতে স¦ীকার করেছে যে, সে ২০০১ সাল থেকে গাইবান্ধা এলাকায় সংগঠনের জন্য গোপনে নিয়মিত প্রচার চালিয়ে আসছিলো। ২০০৬ সালে সে জঙ্গি কার্যক্রমের জন্য পুলিশের কাছে আটক হয় ও সাজা ভোগ করে। সে ইদানীং তার ইলেক্ট্রিক পার্টস এর দোকানে পুনরায় সংগঠনের অন্যান্য সদস্যদেরকে নিয়ে নিয়মিত গোপন বৈঠক করতো। এছাড়াও এলাকায় কর্মী সংগ্রহের কাজ করতো ও চাঁদা সংগ্রহ করতো। তার ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব-১৩ এর উপ-অধিনায়ক ও মিডিয়া কর্মকর্তা মেজর গালিব এসব তথ্য নিশ্চিত করেছেন।