দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছেন। ফ্লু জাতীয় অসুস্থতার জন্য প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না স্টুয়ার্ট ব্রড, জফরা আর্চার ও জ্যাক লিচ। সিরিজের প্রথম টেস্টেও তাদের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। এজন্য বক্সিং ডে টেস্টের দলে অফস্পিনার ডমিনিক বেস ও মিডিয়াম পেসার ক্রেইগ ওভারটনকে ডেকেছে ইংল্যান্ড। ব্রড, আর্চার ও লিচ ছাড়াও দলের আরও দুই-তিনজন সদস্য আক্রন্ত হয়েছেন। কোচিং স্টাফদের দুই জনও রয়েছেন এই তালিকায়। ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে সফরকারীরা। গত মাসে নিউ জিল্যান্ড সফরে দলে ছিলেন লিচ। দক্ষিণ আফ্রিকা সফরে দলের প্রথম পছন্দের স্পিনারও তিনি। স্পিনার হিসেবে দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ম্যাট পারকিনসন। লিচের আঙুল ভেঙ্গে যাওয়ায় গত বছর লর্ডসে অভিষেক হয় ২২ বছর বয়সী স্পিনার বেসের। আর এ পর্যন্ত চারটি টেস্ট খেলা ওভারটন সবশেষ সাদা পোষাকে মাঠে নেমেছিলেন গত সেপ্টেম্বরে, অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে। শনিবার সকালে তারা দলের সঙ্গে যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। সফরে চারটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে বক্সিং-ডে টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।