‘উষ্ণতা ছড়িয়ে যাক শীতার্তের হৃদয়ে হৃদয়ে’ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘বিডি আর্তসেবা ফাউন্ডেশন’ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় ও গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে শীর্তাতদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামে প্রায় শতাধিক শীর্তাত নারী ও পুরুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেয় সামাজিক সংগঠনটি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিডি আর্তসেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি কাজী আবদুল হাকীম, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, অর্থ সম্পাদক ফেরদৌস আহমেদ আবীর, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।