মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউপির উপ-নির্বাচনে সমর্থকদের মারধর ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী আক্তার হোসেন।
শুক্রবার সকালে উপজেলার রঘুরচর বালু মাঠ এলাকায় তার নির্বাচনী ক্যা¤েপ আয়োজিত এই সংবাদ সম্মেলন হাজী আক্তার হোসেন বলেন, প্রতীক পাওয়ার পর বিধি সম্মতভাবে তিনি ও তার সমর্থকরা প্রচারণা চালাচ্ছিলেন। এর মধ্যে গত শুক্রবার রাতে জামালদী এলাকায় তার ২ সমর্থক জাহিদ (১৯) ও রায়হান (২০) কে পিটিয়ে আহত করে মনিরুল হক মিঠুর সমর্থকরা। এ সময় তারা তার ব্যানার, পোস্টার ভাংচুর ও পুনরায় পোস্টার লাগাতে আসলে তাদের প্রাণনাশের হুমকী দেয়। এদিকে পৃথক ঘটনায় সামছুদ্দিন (৩৪) নামে তার আরেক সমর্থকের উপরেও মিঠুর লোকজন হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। দুটি ঘটনায় থানায় দুটি অভিযোগ দেওয়া হয়েছে।
এছাড়াও বৃহস্পতিবার ইসামীনর ও গোয়ালগাঁও গ্রামে তার সমর্থকদের মারধর ও তাদের বাড়িঘর ভাংচুর করা হয়েছে। নির্বাচন থেকে সরে না গেলে তাদেরও মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। নির্বাচনে সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়াতে অনুরোধ ও নির্বাচনের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলো অতিরিক্ত আইনশৃঙ্খালা বাহিনীর সদস্য মোতায়েন করারও দাবী করেন তিনি।
এদিকে হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন ৬ প্রার্থী যাচাই। বাচাই শেষে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়। ১২ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন মন্টু তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলে অবশিষ্ট পাঁচ জন প্রার্থীর মধ্যে ১৩ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হয় এর মধ্যে মনিরুল হক মিঠু আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বাকী প্রার্থীদের মধ্যে হাজী আক্তার হোসেন-মোটর সাইকেল, মমিন আলী-আনারস, কামাল সরকার-ঘোড়া, রাশেল মিয়া-চশমা প্রতীক পেয়ছেন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে আগামী ২৮ ডিসেম্বর মধ্য রাত থেকে শেষ হবে সকল প্রচার প্রচারণা।
উল্লেখ, গত ২৮ সেপ্টেম্বর ইউনিয়নটির চেয়ারম্যান মাহবুবুল হক মজনুর মৃত্যু হলে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।