গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত ও কুয়াশা। হিমালয় থেকে বয়ে আসা শীতল বাতাস প্রবাহিত অব্যাহত থাকায় চরম দূর্ভোগে পড়ছে জেলার জনজীবন। সূর্যের মুখ দেখা যায় নি।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় জনশূন্য হয়ে পড়েছে এলাকা গুলো। আর যারা প্রয়োজনে বের হয়েছে তারা বিভিন্ন রাস্তার পার্শে, চায়ের দোকানে খরকুটো জ¦ালিয়ে একটু উষ্নতা পেতে আগুণ পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষ জন। এবংকি গ্রাম-গঞ্জে বাড়ির মহিলারাও শীত নিবারণের চেষ্টায় খরকুটো জ¦ালিয়ে আগুণ পোহাচ্ছে।
এদিকে আবহাওয়া অফিস বলছে, হিমালয়ের একদম কাছে অবস্থিত হওয়ায় দিন দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তবে এ মাসে আরও দুটি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬ টায় সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়স। তবে কয়েক ঘন্টার ব্যবধানে ৩ পয়েন্ট কমে সকাল ৯ টায় রেকর্ড হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়। এবং বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনের সর্বচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়।