শরীর চর্চা ও সামাজিক সংগঠন উজ্জীবন রংপুরের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শিক্ষা অফিসের সামনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ পূর্বে আলোচনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি মাধ্যমিক উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক ড. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাঃ আব্দুস সালাম খান, রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্মন। উজ্জীবনের সভাপতি তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাহিদ হোসেন, সাবেক খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, শীত বস্ত্র বিতরণ উপ-কমিটির আহবায়ক পরমেশ্বর রায়, উজ্জীবনের সহ-সভাপতি সাকিল হোসেন, অর্থ সম্পাদক সামসুল ইসলাম, সদস্য মর্তুজা রহমান, জোনাব আলী, সাংবাদিক আব্দুর রহমান মিন্টু। পরিচালনা করেন উজ্জীবন রংপুরের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু তাহের। প্রতিবছরের ন্যায় উজ্জীবন থেকে এবারে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য উজ্জীবন মানুষের সুস্থ্য থাকার জন্য প্রতিদিন জিলা স্কুল মাঠে শরীর চর্চা সেবা দিয়ে থাকে।