দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলীতে সৌদিয়া পরিবহনের বাস এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৮ জন। শুক্রবার ভোর সাড়ে ৬টায় উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত জামাল উদ্দিন (৩২) লক্ষ্মীপুর জেলার রামগতি চরদরবেশ এলাকার শাহ আলমের ছেলে। তিনি নতুন ব্রিজ থেকে পটিয়া রুটে চলাচল করা লেগুনার চালক ছিলেন। এই ঘটনায় আহতরা হচ্ছেন- সাইফুল, সবুজ, ইকবাল, ইশান, তুষার, ঝুমুর, মাইনুল ও বাদশা। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সৌদিয়া পরিবহনের বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনার চালক জামাল ও অন্তত ৮জন যাত্রী আহত হয়। এরপর স্থানীয় লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চালক জামাল মারা যায়। বর্তমানে অন্যান্যের চিকিৎসা চলছে। চমেক হাসপাতালের কর্তব্যরত এএসআই শীলব্রত বড়-য়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।