নোয়াখালীর সেনবাগে হত্যা মামলা প্রত্যাহার না করায় আসামিরা হাইকোট থেকে জামিনে বের হয়ে এসে মামলার বাদীনি রোজিনা বেগম ও অপর দুই স্বাক্ষীকে পিঠিয়ে হত্যার চেষ্টা, বসতঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম¥দপুর গ্রামের মালের মিয়ার বাড়িতে। এ ঘটনায় থানায় মামলার দায়ের করো হয়েছে মামলা নং ১২।
মামলা সুত্রে জানাগেছে ,উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের মালেক মিয়ার বাড়িতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৭ জুন একই এলাকার খোকন, বজল মিয়া এমাম হোসেন, নুর আলম ও জাফর মালেক মিয়ার স্ত্রী মালেকা বেগমকে এলোপাথাড়ী ভাবে আহত করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় মালেকা বেগম ২১জুন মারা যায়। পরবর্তীতে তার মেয়ে রোজিনা বেগম বাদি হয়ে সেনবাগ থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৩ ডিসেম্বর আসামিরা হাইকোট থেকে জামিনে বের হয়ে এসে মামলার সদিগ্ধ আসামি নুরু মেম্বার, আলমগীর হোসেন, বজল মিয়া, এমাম হোসেন, নুর আলম, জাফর ও তোফাজ্জল হোসেনের নেতৃত্বে মামলার বাদিনী রোজিনা বেগম ও দুই স্বাক্ষী রোকেয়া বেগম এবং বিবি কুলসুমকে পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যা চেষ্টা চালায় এবং এলোপাথাড়ী কুপিয়ে বসতঘর ভাংচুর ,মালামাল লুট ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করে জ¦ালিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।