প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) যেসব কোমলমতি শিশু শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাদের ২৮ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এমন আদেশ দেয়ায় মহামান্য আদালতকে আমরা অভিনন্দন জানাই। বহিষ্কৃত শিশুদের পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ খুবই ইতিবাচক।
ইতোপূর্বে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) শিক্ষার্থীদের বহিষ্কার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি ৮/১০ বছরের শিশুকে পরীক্ষার হল থেকে বহিস্কার করা শিশু অধিকার পরিপন্থী কাজ। কোমলমতি কোনো শিশুর সঙ্গে এ আচরণ কোনভাবেই কাম্য হতে পারে না। হতে পারে সে নকল করেছে। সে সুযোগ পেলো কীভাবে? হলে শিক্ষকরা তাহলে কী করেছেন? পরীক্ষার হলে শিশুর নকল করার দায়ভার শুধু শিশুরই নয়। যে শিক্ষক সুযোগ করে দিয়েছেন তারও। বহিষ্কার করা যে কোনো শিশুর মানসিক অবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর। শিশুর বেড়ে ওঠার পথে অন্তরায়। নকল করার অপরাধে কোন আইনই শিশুর বেড়ে ওঠার পথকে ক্ষতিগ্রস্ত করতে পারেনা। এটা শিশু অধিকারের সম্পূর্ণ পরিপন্থী বলে আমরা মনে করি।
শিশু শিক্ষার্থীদের বহিষ্কারের পরিপ্রেক্ষিতে আদালতের জারি করা রুলের জবাব না দেওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই বহিষ্কারের বিষয়ে ব্যাখ্যা দিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তলব করেছে আদালত। আগামী ৮ জানুয়ারি আদালতে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আমরা জানতে পারি, হাইকোর্ট রুল দেওয়ার পরও রাষ্ট্রপক্ষ থেকে বারবার ফ্যাক্স ও যোগাযোগ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের জবাব পাওয়া যায়নি। এ নিয়ে আদালত খুবই অসন্তোষ প্রকাশ করেছে। যে কর্মকর্তা রুলের জবাব দেয়নি, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আশা করি। একইভাবে আদেশ অমান্যকারী অন্যান্য কর্মকর্তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া জরুরি।
শিশু শিক্ষার্থীদের বহিষ্কার জাতীয় শিক্ষানীতিরও পরিপন্থী। শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, শিক্ষক ও অভিভাবকরা এ ধরনের বহিষ্কারের সিদ্ধান্তকে শিশুদের ওপর এক ধরনের মানসিক নির্যাতন বলে উল্লেখ করেছেন। যারা এখনো পরীক্ষা কিংবা নকলের মতো বিষয়টি ঠিকমতো বুঝে উঠতে শেখেনি তাদের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। আমরা মনে করি, পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষকরা আরেকটু সচেতন হলে এ ধরনের বহিষ্কারের সিদ্ধান্ত এড়ানো যেত।