আশাশুনিতে আসন্ন দাখিল পরীক্ষা কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় উপজেলার সকল মাদরাসার প্রধান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দাখিল পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন উপজেলা নির্বাহী অফিসর মীর আলিফ রেজা। কেন্দ্র সচিব মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, সদস্য করা হয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, গাজীপুর আলিম মাদরাসার প্রিন্সিপ্যাল মাওঃ মিজানুর রহমান, প্রতাপনগর আলিম মহিলা মাদরাসার প্রিন্সিপ্যাল মাওঃ মাসুম বিল্লাহকে।